ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ

ক্রীড়া ডেস্ক 

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা সদস্য মনোনীত হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে  । তাবিথ ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে। ওই কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত। 

আজ (বুধবার) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে। নেপাল ফেডারেশনের সভাপতি সামাজিক দায়িত্ব সম্পর্কিত কমিটি এবং নারী সদস্য মালেকু ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন। নেপালের এই খবর প্রকাশের ঘণ্টা খানেক পর বাফুফে গণমাধ্যমে তাদের দুই কর্মকর্তার বিষয়টি অবগত করে। 

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্তি এবারই প্রথম। মাহফুজা আক্তার কিরণ অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন বিগত সময়ে। ফিফা-এএফসি বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায়। ফেডারেশনের প্রেরিত মনোনয়ন থেকেই গঠিত হয় নানা কমিটি। কাজী সালাউদ্দিনের আমলে বোর্ড সভায় আলোচনা না করেই ফিফা, এএফসির জন্য নাম প্রেরণ হয়েছে অহরহ। তবে এই দুই কমিটির মনোনয়ন সরাসরি ফিফাই করেছে বলে জানাল বাফুফে।