৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিনা ডেস্ক 

শারদীয় দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রমের শুরু হয়। আমদানি-রপ্তানি শুরুর ফলে বন্দরের অভ্যন্তরে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। 

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন বলেন, হিন্দু ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। টানা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরের সকল শাখা খুলেছে এবং বেলা সাড়ে ১২ টার পর থেকে ভারত হতে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এতে করে সকল প্রকার কার্যক্রম স্বাববিক হয়েছে।