জুবিনের মৃত্যু: এবার গ্রেপ্তার সহশিল্পী অমৃতপ্রভা

জুবিনের মৃত্যু: এবার গ্রেপ্তার সহশিল্পী অমৃতপ্রভা

বিনোদন ডেস্ক 

জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এবার গায়কের সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। এর মাধ্যমে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়াল চারজনে।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে একটি ইয়ট পার্টিতে অংশ নেন জুবিন গর্গ। সেখানে স্কাই ডাইভিংয়ের সময় ৫২ বছর বয়সী এই শিল্পীকে পরে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সন্দেহজনক পরিস্থিতিতে তার মৃত্যু ঘটে।

এর আগে জুবিন গর্গের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ব্যক্তিগত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানুকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিশেষ তদন্তকারী দলের সূত্র জানায়, পার্টির সময় শেখর জ্যোতি গোস্বামীকে জুবিনের একেবারে কাছাকাছি সাঁতার কাটতে দেখা গেছে। সেই দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন অমৃতপ্রভা। গোস্বামী ও অমৃতপ্রভাকে গত ছয় দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

আসামের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক মুন্না গুপ্তা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১০৩ (হত্যা), ৩০৪ (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ৩০৪এ (অবহেলার কারণে মৃত্যু) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে এবং সিঙ্গাপুর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।

জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ জানিয়েছেন, বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা শুধু জানতে চাই, কে কোন অপরাধে দোষী এবং তার যথোপযুক্ত শাস্তি হোক।