বাংলাদেশ-নেপাল ম্যাচে নাম নেই হামজার

বাংলাদেশ-নেপাল ম্যাচে নাম নেই হামজার
কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার (৬ সেপ্টেম্বর)  ম্যাচটি অনুষ্ঠিত হবে।  তিন দিন পর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে আবারও খেলতে নামবেন বাংলাদেশ ফুটবল টিম।  দুটি ম্যাচ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল।
নেপালের বিপক্ষে এ দুটি ম্যাচে তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাওয়া যাবে কি না- এ নিয়ে কয়েকদিন নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। ইংল্যান্ড প্রবাসী এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে অনিশ্চয়তা ছিল। সে অনিশ্চয়তা এখন বাস্তবে রূপ নিয়েছে।
নেপাল সফরকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ হাবিয়ের কাবরেরার এ দলে জায়গা হয়নি হামজার। শুধু হামজা নন, শমিত শোমদের মতো অন্য প্রবাসীদেরও দলে রাখেননি কাবরেরা।
এ দুটি ম্যাচকে সামনে রেখে কয়েকদিন ধরেই অনুশীলনে ঘাম ঝড়াচ্ছিলেন ফুটবলাররা। আজ নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তাদের।
নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ স্কোয়াড:
সুজন হোসেন, মেহেদি হাসান, রহমত মিয়া, তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, তাজ উদ্দিন, আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আবদুল্লা ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, সোহেল রানা, ইসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, শাহ কাজেম কিরমানি, সাদ উদ্দিন, পাপ্পু হোসেন।