দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিনা ডেস্ক 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে
 
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক দুর্গাপূজায় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনায় জড়িত ৭০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং মামলা চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বৌদ্ধ ধর্মের মৌলিক নীতির প্রসঙ্গ তুলে বলেন, অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ থাকাই বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা। এসব নীতি অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি ও অবিচার দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতীশ দীপঙ্করের অবদান স্মরণ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ। তার নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।

অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।