টঙ্গীতে খণ্ডিত মরদেহ উদ্ধার

টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে স্টেশন রোড এলাকার হাজীর বিরিয়ানি হোটেলের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। টুকরা করা লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।