মস্কো ফ্যাশন উইকে এবার যা দেখা গেল
রাশিয়াতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো মস্কো ফ্যাশন উইক। ৩ অক্টোবর রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ডিজাইন ও ডেভেলপমেন্টের আয়োজনে মস্কোর জারিয়াডাই পার্কে উদ্বোধন হয় ব্রিকস ফ্যাশন সামিটের। মস্কো ফ্যাশন উইক অনুষ্ঠিত হয় হল মানাসে। ৬ দিনে ৮০টির বেশি শোয়ে ভারত, রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, চীন, কোস্টারিকা, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার ডিজাইনাররা তাঁদের পোশাক প্রদর্শন করেছেন। এই আয়োজন শেষ হয় ৯ অক্টোবর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার রাজধানীতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো মস্কো ফ্যাশন উইক। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজেদের জায়গা তৈরি করে নিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে রাশিয়া; তাঁরই ধারাবাহিক ফসল এ ফ্যাশন উইকের আয়োজন।
রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ডিজাইন ও ডেভেলপমেন্টের আয়োজনে গত ৩ অক্টোবর মস্কোর জারিয়াডাই পার্কে উদ্বোধন হয় ব্রিকস ফ্যাশন সামিট এবং মস্কো ফ্যাশন উইকের। বিভিন্ন দেশের ফ্যাশন ও সংস্কৃতির এক মিলনমেলা হয়ে উঠেছিল যেন এই আয়োজন। ছয়দিনে ৮০টিরও বেশি শো’য়ে ভারত, রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, চীন, কোস্টারিকা, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকার ডিজাইনাররা তাঁদের পোশাক প্রদর্শন করেছেন।
ভারত থেকে এবার দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নেন ডিজাইনার নিতিন বাল চৌহান। তিনি বলেন, ‘আগেরবার এখান থেকে অভূতপূর্ব উৎসাহ পাওয়ায় এবার আমি আবারও এই মঞ্চে ছুটে এসেছি। রাশিয়া আর ভারতের বাজারের মধ্যে আমি অনেক সাদৃশ্য খুঁজে পাই। ওরাও পোশাকে রঙের উপস্থিতি, মানসম্পন্ন হ্যান্ড এমব্রয়ডারি এবং লোকগাঁথার উপস্থাপন কদর করে। সেরা মিডিয়া এবং হলভর্তি ইনফ্লুয়েন্সার-ভ্লগারদের মধ্যে নিজের নকশা করা পোশাক তুলে ধরার এক অনবদ্য সুযোগ এই মঞ্চ আমাকে দিয়েছে।’
কালো ঝলমলে পোশাকে রেড কার্পেট মাতালেন তারকারা কালো ঝলমলে পোশাকে রেড কার্পেট মাতালেন তারকারা
ঐতিহ্যবাহী এবং আধুনিক দুই ধরনের ফ্যাশনের প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলতে মস্কো ফ্যাশন উইকে টেকসই ও আরামদায়ক ফ্যাশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেজার এবং মেয়ার নামক রাশিয়ার ব্র্যান্ড দুটোর কথা আলাদাভাবে বলা যায়। পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব বা ইকো-লেদারের পাশাপাশি প্রাকৃতিক তন্তুযুক্ত পোশাকের পরিদর্শন করেছেন তারা।
নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের ডিজাইনারদের বিভিন্ন নিরীক্ষাধর্মী নকশাও নজর কেড়েছে এই ফ্যাশন আয়োজনে। অভিজাত রুশ ফ্যাশনের আবহে কৃত্রিম চামড়া, প্যাঁচওয়ার্ক, লেস, ফ্রিল, সিকুইনিনের পোশাক যেমন ছিল, তেমনি কাটিংয়েও চোখে পড়েছে নানা বৈচিত্র্য। জমকালো এই ফ্যাশন আয়োজনের পর্দা নামছে আজ।
What's Your Reaction?