ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক

বিনা ডেস্ক 

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুদিন বন্ধ থাকার পর অবশেষে  আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুনরায় বাস চলতে শুরু করে।

সোমবার (১৩ অক্টোবর)  সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে দেখা গেছে। 

ভোর থেকেই দেখা গেছে ঢাকাগামী যাত্রীদের ভিড়। এক যাত্রী বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। তাই আজ সকালেই রওনা দিয়েছি।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকেই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বাসও রাস্তায় নামছে। ফলে সড়কে স্বস্তি ফিরেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পরবর্তী সময়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।