অবশেষে এল শাকিব খানের হিন্দি গান
‘‘দুপুর দুইটায় চোখ রাখুন ‘জিসম মেইন তেরা’ এবং এই ভাসাও এই ডুবাও। গান আসছে।’’ আজ দিনের শুরুতেই এমন ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। তার আগে জানিয়েছিলেন এদিন ভারতের টি সিরিজে একের পর দুই গান প্রকাশ পাবে ‘দরদ’ ছবির। কিন্তু না, গান একটিও আসেনি। নির্মাতার ফাঁকা বুলিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে শাকিবভক্তদের। বিপরীতে সমালোচনাও কম সইতে হচ্ছে না।
মাস খানেক আগেই ঘোষণা দেওয়া হয় আসছে ১৫ নভেম্বর মুক্তির পাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে মন কেড়েছিল ছবিটি। পরে সিনেমার ‘জিসম মে তেরে’ হিন্দি গানের ট্রেলার বাড়িয়ে দেয় উন্মাদনার ঢেউ। পরে তবে সেই উন্মাদনা যেন একসময় যন্ত্রণায় পরিণত হয় শাকিবভক্তদের জন্য। কারণ ঘোষণার সপ্তাহ পেরিয়ে গেলেও পাত্তা নেই দুলু মিয়া-ফাতেমার রসায়নের।
ওদিকে টি-সিরিজও নিশ্চুপ। নিয়ম অনুযায়ী সংস্থাটির ঘোষণা দেওয়াটা স্বাভাবিক। কিন্তু ‘দরদ’র গান মুক্তি নিয়ে চ্যানেল থেকে কোনো আভাস না পেয়ে মামুনকে যা-তা বলে ধুয়ে যখন ক্লান্ত শাকিব ভক্তরা ঠিক তখন টি-সিরিজ জানাল শাকিব-সোনালের ‘জিসম মে তেরে’ আসছে।
‘টি সিরিজ পপ-চারর্টবাস্টার’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয় ‘দরদ’র ‘জিসম মে তেরে’ গানের খবর। শাকিব-সোনালের একটি ছবি প্রকাশ করে জানানো হয় ‘‘প্রস্তুত হন, শিগগিরই আসছে ‘জিসম মে তেরে’। সঙ্গে থাকুন।’’ এরপর নির্মাতার ঘোষণার পর যেন প্রাণ ফিরে পায় ভক্তরা। কিন্তু এবারও কেবল ঘোষণাতেই শেষ। গান আর আসেনি।
দুপুর দুইটার সময় গান না পেয়ে সমকালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মামুনের সঙ্গে। তখনও মামুন জানান, গানটি দুটি আজই আসবে। পরে সেই গান প্রকাশ পায় সন্ধ্যা ৬টায়। টি-সিরিজের পপচারর্টবাস্টার চ্যানেলেই প্রকাশিত হয় গানটি। আরাফাত মাহমুদের কথায় হিন্দি ভাষার এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান। গানটির মিউজিকও তারই করা।
জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্য ধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। এতে শাকিবের বিপরীতে রয়েছেন সোনাল চৌহান। এছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।
What's Your Reaction?