মানুষ চেনা খুব কঠিন: নিশাত প্রিয়ম
নিশাত প্রিয়মের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় শুনে আমরা অবাক হয়নি। স্বাভাবিক মনে হয়েছে এটা শুনে যে, মফস্বলের জনজীবন কাছ থেকে দেখার তেমন একটা সুযোগ হয়নি তাঁর। শহুরে গণ্ডির বাইরে যাওয়া-আসা ততটা ছিল না। তাই প্রান্তিক মানুষগুলোর ভাবনার জগৎটা আড়ালেই থেকে যাবে, এও ছিল অনুমেয়।
ধরে নেওয়া যায়, ভাগ্য বদলের আশায় কারা রাজধানী চষে বেড়াচ্ছেন, মনের আকাঙ্ক্ষা পূরণে কে কোন খোলসে নিজেকে বন্দি করে রেখেছেন, সেটাও তাঁর কাছে স্পষ্ট হওয়ার কথা নয়। সে কারণেই পর্দায় দেখা নিশাত প্রিয়মকে প্রতিনিয়ত নতুনভাবেই আবিষ্কার করতে হয়।
গুণীজনরা বলেন, ‘মানুষ চেনা খুবই কঠিন; তার চেয়ে বেশি কঠিন কোনো একজন মানুষকে নিজের ভেতর ধারণ করে তার প্রকৃত অবয়ব তুলে আনা।’
সমাজ-সংসারের কতজন মানুষকে কতটুকু চেনার সুযোগ হয়েছে প্রিয়মের– তা সত্যি আমরা জানি না। তিনি যে অনায়াসে যে কোনো মানুষকে নিজের মধ্যে ধারণ করতে পারেন, অভিনয়ের মধ্য দিয়ে সেই চরিত্র স্পষ্ট ও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন, তার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন।
এ কথার যদি সত্যি প্রমাণ চান, তাহলে ছোটপর্দা কিংবা ওয়েব দুনিয়ায় ঢুঁ মেরে ‘ভাগ্যরেখা’, ‘প্রায়শ্চিত্ত’, ‘ভুল প্রেমের গল্প’, ‘বউ মানেই যন্ত্রণা’, ‘বিয়ে ভ্যাকসিন’, ‘সন্দেহজনক প্রেমিক’, ‘খোঁচা’, ‘বেয়াদব’, ‘অন্ধকার শহর’, ‘নিশিকাব্য’, ‘জাল নোট’, ‘সেলিব্রেট’, কোল্ড’, ‘ঘুণপোকার গল্প’, ‘ম্যাচ উইনার’, ‘সিটি লাইফ’, ‘দ্য নক’, ‘মানি হানি’, ‘মহানগর’, ‘মিশন হান্টডাউন’সহ নিশাত প্রিয়ম অভিনীত অন্যান্য নাটক ও ওয়েব সিরিজগুলো দেখে নিতে পারেন।
আমাদের ধারণা, এ নাটক ও ওয়েব সিরিজগুলো দেখার পর অনেকের মনে একটাই প্রশ্ন উঠে আসবে। তা হলো, এমন সাবলীল অভিনয় দিয়ে কীভাবে অভিনীত চরিত্রগুলোকে বাস্তব করে তুলেছেন প্রিয়ম? সে প্রশ্ন করতেই এ অভিনেত্রী বলেন, ‘যদি সত্যি দর্শকের মনে হয়, আমার অভিনীত চরিত্রগুলোয় পর্দায় বাস্তব হয়ে ধরা দিয়েছে, ফুটে উঠেছে চেনা মানুষের ছায়া, তাহলে সেই কৃতিত্বের সমান অংশীদার গল্পকার ও নির্মাতারা। যারা দেখিয়েছেন অচেনা জগৎ, শিখিয়েছেন কীভাবে অদেখা মানুষগুলোকে কীভাবে নিজের ভেতর ধারণ করতে হয়। অন্য এক মানুষে নিজেকে রূপান্তরিত করে নতুন নতুন গল্প বলার মন্ত্রটাও তাদের কাছেই শেখা। এ জন্য তাদের দিকনির্দেশনা মেনেই পাড়ি দিতে চাই অভিনয় জগতে দীর্ঘপথ। শীর্ষ তারকা হওয়ার দৌড়ে অংশ না নিয়ে তাই ভালো এবং ব্যতিক্রমী গল্প ও চরিত্রে অভিনয়ের বাসনা লালন করে যাচ্ছি।’
What's Your Reaction?