সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বিনা ডেস্ক 

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে: উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)।

আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। দুই শিশু কিভাবে পুকুরে নেমেছে তা কেউ দেখেনি। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’