নোয়াখালীতে ট্রাকের বাসের ধাক্কায় চালক নিহত

নোয়াখালীতে ট্রাকের বাসের ধাক্কায় চালক নিহত

বিনা ডেস্ক 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সড়কে  দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের চালক নিহত হয়েছেন। এ সময় বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কুমিল্লা-সোনাইমুড়ী পাইপাস সড়কের নাওতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক বেলায়েত হোসেনের (৫০) বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে। তিনি একুশে পরিবহণের চালক ছিলেন।

সোনাইমুড়ি থানার ওসি মোঃ মোরশেদ আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি ট্রাকের পেছন দিক থেকে বের করে সড়কের পাশে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।