নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গুলি ও ম্যাগজিন উদ্ধার

বিনা ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে শূণ্যরেখার খালের পানি থেকে গুলি ও ম্যাগজিন সহ একটি এসএলআর উদ্ধার করেছে বিজিবি।
রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের খাল থেকে কটি এসএলআর, ১৩ টি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, ঘুমধুমের ৩১ নম্বর সীমান্ত পিলার থেকে ১০০ গজ পূর্বে শূণ্যরেখার খালে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। জেলেরা পানির নিচে কিছু একটা অনুভব করেন। পরে বিজিবি ম্যাগজিন সহ একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে।
বিজিবি কর্মকর্তা খায়রুল আলম জানান, অস্ত্রগুলোর বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে সক্রিয় কোন সশস্ত্র গোষ্টি অস্ত্রটি খালের পানিতে মজুদ রাখতে পারে।