হঠাৎ পরিত্যক্ত ঘোষণা আইপিএলের ম্যাচ !

May 9, 2025 - 01:26
 0  4
হঠাৎ পরিত্যক্ত ঘোষণা আইপিএলের ম্যাচ !

ক্রীড়া ডেস্ক 

গত বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এমন পরিস্থিতিতেও ধর্মশালায় চলছিল আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে। ম্যাচের ১০ ওভার ১ বলের খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ইএসপিএনক্রিকইনফোর খবর, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। 

ধারামশালায় বৃহস্পতিবার  টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করার পর একে একে নিভে যায় তিনটি ফ্লাডলাইট টাওয়ার। মিনিট দশেক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগেই অবশ্য এই ভেন্যুর পরবর্তী ম্যাচটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় আইপিএল কতৃপক্ষ। ইতোমধ্যেই পিএসএলেও ম্যাচ স্থগিত হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow