সাকিবের সঙ্গে কী কথা হয়েছে, অধিনায়ক হয়ে জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক। বিনা
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকের ৯ বছর পর গতকাল ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিরাজ। দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান প্রসঙ্গে মুখ খুলেছেন মিরাজ। গেল মাসে পিএসএলে এক দলের হয়ে খেলেছেন এই দুই ক্রিকেটার।
মিরপুরে আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলছিলেন, ‘আমরা একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়; তারা যেন ভালো ক্রিকেট খেলে। বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখন ফল পাওয়া শুরু হয়।’
এদিন অধিনায়কত্ব নিয়ে মিরাজ বলেন, 'বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীনে। আমি (খেলোয়াড় হিসেবে) অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।'
মিরাজ আরও বলেন, 'তারা যেভাবে সিদ্ধান্ত নিতো, শক্তভাবে সিদ্ধান্ত নিতো, সে জিনিসগুলো আমি অনুসরণ করেছি যে কীভাবে নিতো। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয় নিজের। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।'
জুনিয়রদের পারফর্ম করতে হবে জানালেন মিরাজ, 'যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ওই পরামর্শগুলো দেবো। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার জন্য। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে আমি একা নই, আমার সঙ্গে সবাই আছে।'
============