ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা, প্রতিরক্ষায় প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

May 6, 2025 - 22:04
 0  0
ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা, প্রতিরক্ষায় প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

বিনা ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, “ভারত যেকোনো সময় হামলা চালাতে পারে, তবে পাল্টা প্রতিঘাতের জন্য পাকিস্তানও প্রস্তুত।”
সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাজা আসিফ বলেন, “আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে—নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত হামলা চালাতে পারে। তবে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।”

এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন, যা হামলার প্রকৃত উৎস চিহ্নিত করতে সহায়ক হবে বলে মত দেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ। তিনি বলেন, “এতে পরিষ্কার হবে, ভারত নিজেই এ হামলার সঙ্গে জড়িত কি না বা অন্য কোনো গোষ্ঠীর হাত আছে কি না।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে আসিফ বলেন, “রাজনৈতিক স্বার্থে মোদি উপমহাদেশকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।” তিনি আরও দাবি করেন, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসে ভারতের পৃষ্ঠপোষকতা রয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১৬ ও ২০১৭ সালে ভারতের অর্থায়নে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ জাতিসংঘে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি আফগানিস্তান থেকে হওয়া হামলার ক্ষেত্রেও ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow