পুলিৎজার ২০২৫: সাংবাদিকতার ‘নোবেল’ পেলেন যারা

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ঘোষণা হলো পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম
সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত পুলিৎজার পুরস্কার ২০২৫ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কারে অনুসন্ধানী সাংবাদিকতা, ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক প্রতিবেদনসহ একাধিক শাখায় পুরস্কার জিতেছে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।
রয়টার্স পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতায় পুলিৎজার, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের অবাধ প্রবেশ এবং শিথিল নিয়ন্ত্রণ নিয়ে সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদন ‘ফেন্টানিল এক্সপ্রেস’-এর জন্য।
ওয়াশিংটন পোস্ট ব্রেকিং নিউজ ও চিত্রিত মন্তব্য বিভাগে পুরস্কার পেয়েছে, আর নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি বিভাগে জয়ী হয়েছে—ব্যাখ্যামূলক প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন, ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ও স্থানীয় প্রতিবেদন (যৌথভাবে বাল্টিমোর ব্যানারের সঙ্গে)। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়ালো ১৩৯টি।
প্রোরিপাবলিকা পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের গর্ভপাত-বিরোধী রাজ্যগুলোতে চিকিৎসাসেবার বিলম্বে অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর তথ্যভিত্তিক প্রতিবেদন করার জন্য।
ওয়াল স্ট্রিট জার্নাল পেয়েছে জাতীয় প্রতিবেদন শাখায়, ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে প্রতিবেদন করার জন্য।
সাংবাদিকতা বিভাগে পুরস্কারপ্রাপ্তরা:
• পাবলিক সার্ভিস: প্রোরিপাবলিকা
• ব্রেকিং নিউজ: ওয়াশিংটন পোস্ট
• অনুসন্ধানী প্রতিবেদন: রয়টার্স
• ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম, ম্যাথিউ আইকিন্স (নিউ ইয়র্ক টাইমস)
• স্থানীয় প্রতিবেদন: বাল্টিমোর ব্যানার ও নিউ ইয়র্ক টাইমস
• জাতীয় প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নাল
• আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও নিউ ইয়র্ক টাইমস
• ফিচার প্রতিবেদন: মার্ক ওয়ারেন (এসকোয়ার)
• মন্তব্য/ধারাভাষ্য: মোসাব আবু তোহা (নিউ ইয়র্কার)
• সমালোচনা: আলেকজান্দ্রা ল্যাং (ব্লুমবার্গ সিটিল্যাব)
• সম্পাদকীয় লেখা: হিউস্টন ক্রোনিকল টিম
• চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (ওয়াশিংটন পোস্ট)
• ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (নিউ ইয়র্ক টাইমস)
• ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (নিউ ইয়র্কার)
• অডিও প্রতিবেদন: নিউ ইয়র্কার
সাহিত্য ও সংগীত বিভাগে পুরস্কারপ্রাপ্তরা:
• গল্প: পার্সিভাল এভারেট (‘জেমস’)
• নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (‘পারপাস’)
• ইতিহাস: এড্ডা ফিল্ডস-ব্ল্যাক ও ক্যাথলিন ডুভাল
• জীবনী: জেসন রবার্টস
• স্মৃতিকথা: টেসা হালস (‘ফিডিং গোস্টস’)
• কবিতা: মেরি হাও (‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’)
• নন-ফিকশন: বেনজামিন নাথানস
• সংগীত: সুসি ইবারা (‘স্কাই আইল্যান্ডস’)
• বিশেষ সম্মাননা: সাংবাদিক চাক স্টোন (মরণোত্তর)
তথ্যসূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, ইউএসএ টুডে
What's Your Reaction?






