জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন

জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন

বিশ্ব ডেস্ক 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতেই পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

রোববার (৭ সেপ্টেম্বর) জাপানি সংবাদমাধ্যম এনএইচ এ তথ্য নিশ্চিত করেছে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।

ইশিবা দাবি করেন, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।