ব্রাজিলিয়ান ফুটবলার নিহত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের কিশোর ফুটবলার আলেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরা (১৬) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম গ্লোবো জানায়, গতকাল সকালে তেরেসিনার দক্ষিণাঞ্চলে অবস্থিত এসপ্লানাদা রেসিডেনসিয়াল প্রফেশনাল এডুকেশন সেন্টারে হেলমেট পরা এক ব্যক্তি স্কুলের দেয়াল টপকে ঢোকে। এরপর আলেক্সকে ক্লাসরুম থেকে বের করে এনে নিকটবর্তী করিডোরে অন্তত চারবার গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় ওই হামলাকারীর সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়। আর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। মরদেহ উদ্ধার করে ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়। রাজ্য শিক্ষা দপ্তর স্কুল কমিউনিটিকে সহায়তা দিতে ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠিয়েছে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, আলেক্স গড়পড়তা ছাত্র হলেও ফুটবলের প্রতি গভীর অনুরাগ ছিল। সম্প্রতি তিনি রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউইয়ের হয়ে খেলছিলেন এবং একটি ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছিলেন। তার পরিবার দাবি করে, আলেক্স কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না।
রিভার আতলেতিকো ক্লাব এক বিবৃতিতে জানায়, মারিয়ানো ছিল স্বপ্নবাজ, নিবেদিতপ্রাণ ও প্রাণবন্ত তরুণ। তার অকাল মৃত্যু আমাদের হৃদয়ে অপূরণীয় ক্ষত তৈরি করেছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। তবে গ্লোবোর আরেক প্রতিবেদনে দাবি করা হয়, হত্যাকাণ্ডের পেছনে একটি অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া নিহত কিশোর নিজেও অপরাধে জড়িত ছিলেন বলে সিভিল পুলিশের অভিযোগ।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মারিয়ানো সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন এবং স্কুলের একটি সিসিটিভি ‘ব্লাইন্ড স্পটে’ মাদক সেবন করছিলেন। পুলিশ প্রায় নিশ্চিত, কারা এই হামলা চালিয়েছে এবং ইতোমধ্যে অভিযুক্তদের সনাক্ত করা হয়েছে।