এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা, ‘বি’ গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
চূড়ান্ত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি ও ভেন্যু। গতকাল বিকেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এবারের আসরের ভেন্যু ও সময়সূচি ঘোষণা করেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা হলেও তখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সংগঠনটি। তবে আজকের ঘোষণার মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান হলো।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল, যাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান।
বাংলাদেশের সূচি: ১১ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম হংকং, ১৩ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম আফগানিস্তান
প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে, সেখান থেকে দুই দল উঠবে ফাইনালে। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শিগগিরই দল ঘোষণা করবে বলে জানা গেছে।