বিকেলে বিসিবির বোর্ড সভা

ক্রীড়া ডেস্ক
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভা। এই সভায় উঠে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টায় এ সভা বসবে।
প্রধান আলোচ্য এজেন্ডা হিসেবে থাকছে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল’। আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। বিভাগীয় ও জেলা পর্যায়ে ক্রিকেট ম্যাচের পাশাপাশি ২৬ জুন মিরপুরে হবে সমাপনী অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, এই কার্নিভাল ঘিরে বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে। সমাপনী দিনে মিরপুরে থাকবে বিশেষ আয়োজন। তবে বাংলাদেশ দলের বর্তমান টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কা সফরে থাকায় তারা অনুষ্ঠানে থাকতে পারবেন না।