ঢাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ঢাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

বিনা ডেস্ক 

রাজধানী ঢাকার দক্ষিণখানে দেওয়ান বাড়ি এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের দেওয়ান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

নিহত তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে ও বর্তমানে রাজধানীর দক্ষিণ খান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। 

নিহতের মেয়ে সাইরী গণমাধ্যমকে বলেন, আমার মায়ের কাপড় বিক্রির শোরুম রয়েছে। আমরা দক্ষিণখানের দেওয়ানবাড়ী পাকারমাথা নুরুল আহাদ জামে মসজিদের পাশে মোহাম্মদ শাহিন চৌধুরীর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকি। রাতের দিকে আমার মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে আমার মাকে। প্রথমে মাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মা আর বেঁচে নেই। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।