১৬৯ কোটি টাকা ক্ষতির মুখে আমির খান

বিনোদন ডেস্ক
আমির খানের নতুন ‘সিতারে জামিন পার’ সিনেমাটি মুক্তির আগেই মন খারাপের বার্তা দিয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটি বিক্রির ১২০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়েছেন এ অভিনেতা। যা বাংলাদেশির মুদ্রায় ১৬৯ কোটি টাকারও বেশি। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসান করেছেন আমির খান।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমির খানের সিনেমা ‘লাল সিং’। এবার ‘সিতারে জামিন পার’ নিয়ে আশাবাদী আমির। আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। তবে সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার ‘সুপারহিট প্রত্যাবর্তনের’ অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অনুরাগীকুল, এবার তার সিনেমা মুক্তির আগেই নেটিজেনরা বেঁকে বসেন। কারো কাছে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তুরস্কে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। আবার কারো ক্ষোভ দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান করা নিয়ে।
কারণ ‘সিতারে জামিন পার’ সিনেমার ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা আগে ভারতের সেনাবাহিনী, প্রধানমন্ত্রীকে একযোগে স্যালুট করেছিলেন আমির খান। অনেকের কাছেই, এ জয়গান লোক দেখানো মনে হয়েছে। আবার কারো অভিযোগ, ‘সিতারে জামিন পার’ সিনেমাটির গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে চুরি করা। একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির খান।