বাংলাদেশের তিন সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন বুলবুল

বাংলাদেশের তিন সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক 

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ। শুরুতে শ্রীলঙ্কা পরে পাকিস্তান এবং সবশেষ ডাচরা। টানা তিনটি সিরিজ জয়ের পর ক্রিকেটারদেরই কৃতিত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

টিভি চ্যানলকে দেয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন,  এটার কৃতিত্ব প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ড এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না। তিনটা টিম বলতে বোঝাচ্ছি আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগ-আউটে বসে থাকে আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।

তিনি বলেন, সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে। আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সাথে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেল।