পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার

পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার

ক্রীড়া ডেস্ক 

পাকিস্তানী ক্রিকেটার ব্যাটিং অলরাউন্ডার হায়দার আলি শাহীন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।  গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, হায়দারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

গত ৪ আগস্ট এক ব্রিটিশ-পাকিস্তানি নারী ম্যানচেস্টারের একটি হোটেলে হায়দারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এর আগে ২৩ জুলাই ওই নারীর সঙ্গে ম্যানচেস্টারে প্রথমবার সাক্ষাৎ হয় হায়দারের। পরবর্তীতে ১ আগস্ট তারা আবার দেখা করেন অ্যাশফোর্ডে। ঘটনার চারদিন পর নারীটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর হায়দারকে কেন্টের স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের ক্যান্টিন থেকে আটক করে ক্যান্টারবারি পুলিশ স্টেশনে নেয়া হয়। তবে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী নারীকে তিনি ভালোভাবে চেনেন এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

তদন্ত শেষে পুলিশের সূত্র জিও নিউজকে জানিয়েছে, হায়দার আলির বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। ফলে তিনি চাইলে এখন যুক্তরাজ্য ছাড়তে পারবেন। ইতোমধ্যে পাসপোর্টও ফেরত পেয়েছেন তিনি।

অভিযোগ ওঠার পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তার অধিকার রক্ষায় আইনি সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছিল বোর্ড।

২৪বছর বয়সী হায়দার আলি পাকিস্তানের হয়ে ইতোমধ্যে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন। পাশাপাশি তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি আসরে অংশ নিয়েছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচ এবং সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে ১২ ম্যাচ খেলেছেন।