আত্মবিশ্বাসে সিরিজ যুদ্ধ: এই ‘ফাইনাল’ জিতবে কারা

টানা ছয় টি-টোয়েন্টি হারের পর ডাম্বুলায় জয় ফিরিয়ে এনেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে দল। তবে ২০১৮ সালের নিদাহাস ট্রফির স্মৃতি—শেষ বলে ভারতের কাছে পরাজয়, নাগিন নাচ, দর্শকদের প্রতিক্রিয়া—সবই যেন ফের ভেসে উঠছে আলোচনায়।
এই ভেন্যুতে টি-টোয়েন্টি পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও প্রেমাদাসায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে। তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন অতীতে ফিরে দেখতে নারাজ। তাঁর কথায়, “ভালো খেললে অনুপ্রেরণা আসে, অতীত বড় অনুপ্রেরণা নয়।”
সাকিব আল হাসানের অভাব এবার আবারও স্পষ্ট। একাদশ নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে হিসাব কষে। নাসুম-রিশাদ, মিরাজ-শেখ মেহেদী কিংবা জাকের-শামীম—সব মিলিয়ে একাদশে চলছে ভাবনা-পর্যালোচনা। শামীমকে নিয়ে কিছুটা আশা দেখা গেলেও মিডল অর্ডারে বিকল্পের অভাব প্রকট।
টস জয়ী অধিনায়ক রান তাড়াই চাইবেন সম্ভবত—প্রেমাদাসায় সাম্প্রতিক ম্যাচগুলোতে সেটাই সফল হয়েছে। তবে কোচের কাছে জয় নির্ভর করছে বর্তমান পারফরম্যান্সের ওপর, অতীতের গল্পে নয়।
তবু নিদাহাস ট্রফির উত্তাপ যেন আজও ছড়ায় প্রেমাদাসার বাতাসে। জয় পাবে কে—বলবে সময়।