৩৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রীর মৃত্যু

৩৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়াকিং ডেড’-এর অভিনেত্রী কেলি ম্যাক মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন। স্নায়ুতন্ত্রের এক ধরনের বিরল টিউমারে (গ্লিওমা) আক্রান্ত থাকার পর, নিজ শহর সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেত্রী।

সিএনএন থেকে জানা যায়, কেলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একটি উজ্জ্বল, অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার উষ্ণতা, সৃজনশীলতা, আর চারপাশের মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, তা আমরা সবসময় মনে রাখব।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।

শৈশবে জন্মদিনে উপহার পাওয়া একটি ছোট ভিডিও ক্যামেরাই কেলির জীবনে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম দেয়। সেখান থেকেই শুরু হয় তার সৃজনশীল পথচলা। অল্প বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। এরপর একে একে কাজ করেন বিভিন্ন সিরিজ ও শর্ট ফিল্মে। ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘৯-১-১’ সিরিজে তার উপস্থিতি দর্শক প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন কেলি। ৩৫টিরও বেশি অভিনয় এবং ৫টি প্রযোজনা প্রজেক্টে কাজ করেছেন তিনি।