ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

বিনা ডেস্ক

২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলে এবার টানা ৩ দিনের ছুটির সুযোগ মিলছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য বাকি আছে দুটি সাধারণ ছুটি—বিজয় দিবস ও বড়দিন। এর মধ্যে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

২৫ ডিসেম্বরের ছুটি শেষে পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় মোট তিন দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। ফলে বছরের একেবারে শেষদিকে আবারও মিলছে সংক্ষিপ্ত অবকাশের সুযোগ।

অক্টোবরের শুরুতে দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (নির্বাহী আদেশে ছুটি), ২ অক্টোবর (বিজয়া দশমী), এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটান।

চলতি মাস (অক্টোবর) ও নভেম্বর মাসে আর কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরের শেষ দিকে বড়দিন ঘিরে এই টানা ছুটি বছরের শেষ কর্মদিবসগুলোকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা করছেন অনেকেই।