কানাডার বিরুদ্ধে কঠোর ঘোষণা দিলেন ট্রাম্প
বিশ্ব ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে ‘সব ধরনের বাণিজ্য আলোচনা’ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প অভিযোগ করেন, কানাডার সম্প্রচারিত সাম্প্রতিক এক টেলিভিশন বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে ‘ভয়াবহ আচরণ’ প্রদর্শন করেছে এবং তা মার্কিন আদালতের সিদ্ধান্তে প্রভাব ফেলতে চেয়েছে। তিনি লিখেছেন, ‘কানাডা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনের একটি ভুয়া বিজ্ঞাপন ব্যবহার করেছে যেখানে প্রেসিডেন্ট রিগ্যানকে শুল্কবিরোধী বক্তব্য দিতে দেখানো হয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া।’ খবর সিএনএনের।
রিগ্যান ফাউন্ডেশন এক্স-এ (সাবেক টুইটার) জানায়, অন্টারিও সরকারের তৈরি বিজ্ঞাপনটি ১৯৮৭ সালে দেয়া প্রেসিডেন্ট রিগ্যানের আসল ভাষণ বিকৃত করেছে এবং অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। ফাউন্ডেশন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া বিবেচনা করছে। এ ঘটনায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাদের এই ভয়াবহ আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত।’
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সম্প্রতি বলেছেন, তিনি মার্কিন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোতে কানাডার রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা নিচ্ছেন।
ট্রাম্পের শুল্কনীতি বিশেষ করে কানাডার অটোমোবাইল শিল্পকে কঠোরভাবে আঘাত করেছে। অন্টারিওভিত্তিক জায়ান্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস এই মাসে জানিয়েছে, তারা একটি উৎপাদন লাইন অন্টারিও থেকে যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে সরিয়ে নিচ্ছে।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনটির পক্ষে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে সব ধরনের সম্ভাব্য উপায় ব্যবহার করব। একসঙ্গে কাজ করতে পারলেই সমৃদ্ধি আসবে।’
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।এই ঘটনাকে ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।