জুবিনের মৃত্যুতে আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জুবিনের মৃত্যুতে আসামে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিনোদন ডেস্ক 

জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। 

জুবিনের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। তার মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আসামের সরকার। এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।

এদিক শনিবার মধ্যরাতে জুবিনের মরদেহবাহী বিমানটি আসামে পৌঁছায়। রোববার ২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্ত-অনুরাগীরা। সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় জুবিনের শুভানুধ্যায়ীরা রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

তিনি আরও যোগ করেন, আমাদের সরকার নিশ্চিত করেছে যেন প্রত্যেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান। অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রেখে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের প্রিয় জুবিনকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পারি।