‘ধুম ৪’ সিনেমায় খলনায়ক রণবীর !

‘ধুম ৪’ সিনেমায় খলনায়ক রণবীর !

বিনোদন ডেস্ক 

বলিউডের বিখ্যাত ধুম মুভির ইতিহাসে প্রথমবার, খলনায়কের আসনে রণবীর কাপুর। পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, রণবীরই হচ্ছেন এবারের ধুমের ভিলেন, আর চরিত্রটি নাকি লিখে ফেলা হয়েছে একেবারে তাঁর ব্যক্তিত্ব মাথায় রেখে।

প্রযোজক আদিত্য চোপড়া এবং লেখক শ্রীধর রাঘবণ একসঙ্গে ‘ধুম ৪’ এর স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন। জানা গেছে, আগের ধুম পর্বগুলোর তুলনায় এবার গল্পের ক্যানভাস হবে অনেক বড়, একটি গ্লোবাল অ্যাকশন থ্রিলার; যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স থেকেও আলাদা ধাঁচে তৈরি হচ্ছে।

পরিচালনার দায়িত্বে থাকছেন আয়ন মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘ওয়ার ২’ মুক্তির পরই শুরু হবে সিনেমাটির প্রি-প্রোডাকশন।