সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

বিনা ডেস্ক
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান। শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।
২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছেন তিনি।