ভোটার্স ফোরাম বাংলাদেশ এর কমিটি গঠন

ভোটার্স ফোরাম বাংলাদেশ এর কমিটি গঠন

বিনা ডেস্ক 

ভোটারদের সাংবিধানিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে ভোটাধিকার এর পরিবেশ তৈরি করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা ও পরামর্শ প্রদান করতে – ভোটার্স ফোরাম বাংলাদেশ – গঠন করা হয়েছে।

দেশে এবং বিশ্বে এটি ভোটার সমাজের প্রথম নাগরিক সংগঠন। এ সংগঠন নির্বাচনে অংশ গ্রহণকারী সকল ভোটার, প্রার্থী, সমর্থক এবং নির্বাচন পরিচালনাকারি কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে – নির্বাচন কমিশনকে সহায়তা করবে, পরামর্শ দিবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সকল আইনি পদক্ষেপ নিবে এবং আইনানুগ দায়িত্ব পালন করবে।

নির্বাচনী ব্যবস্থাকে যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর করতে ভোটার্স ফোরাম বাংলাদেশ সক্রিয় সকলআইনানুগ ভূমিকা পালন করবে। দেশের এবং প্রবাসের যে কোন বাংলাদেশি ভোটার – ভোটার্স ফোরাম বাংলাদেশের এর আজীবন সদস্য হতে পারবেন।
বিশ্বব্যাপী  নির্বাচনকে সংঘাতমুক্ত ও স্বচ্ছ করতে ভোটার্স ফোরাম বাংলাদেশ  ভবিষ্যতে সার্ক (SAARC Voters Forum) এবং World Voters Forum গড়ে তুলে  সারা বিশ্বের জন্য নির্বাচনকে নিরাপদ, স্বচ্ছ,প্রযুক্তি নির্ভর করতে গবেষনা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

ভোটার্স ফোরাম দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যক্রম মনিটরিং করতে “ওয়াচগার্ড” এর ভূমিকা পেশাগতভাবে ও প্রচলিত আইনানুসারে পালন করবে এবং ভোটারদের কাছে জবাবদিহিতা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করবে।

ভোটার্স ফোরাম জনস্বার্থে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে কর্মসূচি বাস্তবায়নের জন্য আইটিকে প্রাধান্য দিবে এবং ভোটারদের অধিকার আদায় নিশ্চিত করতে প্রয়োজনে মাননীয় আদালতের আশ্রয় গ্রহণ করবে।( সংগঠনটির কপিরাইট সংরক্ষিত /২০১৭) মো: হাসানুল আলমকে সভাপতি ও সরফুল হককে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২১ সদস্যদের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদসরা হলেন: লুৎফুল সিদ্দিকি সহ- সভাপতি, সুরাইয়া বেগম সহ-সভাপতি,
মো: আহসানউল্লাহ হাসান সহ-সভাপতি, আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক,পার্থ আহমেদ – প্রচার সম্পাদক, লুৎফর রহমান খান সহ- প্রচার সম্পাদক, জগদীশ দে- দপ্তর সমপাদক, মো: সারোয়ার – ক্যাশিয়ার, মো: হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ খলিল সহ- সাধারণ সম্পাদক, এডভোকেট মোঃ নুরুল আলম আইন উপদেষ্টা, আবুল কালাম সমাজ কল্যাণ সম্পাদক, মো: রাজন সহ- সমাজ কল্যাণ সম্পাদক, ফাতেমা বেগম – মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলী- সদস্য, রাশেদ হাওলাদার – সদস্য, মোঃ খলিলুর রহমান সদস্য, মো: আরিফ- সদস্য, ও মো: কালাম- সদস্য।

ভোটার্থ ফোরাম সম্পর্কে জানতে যোগাযোগ :‪+৮৮০১৭৫৪০৬৫৭০১‬