বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা 

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা 

ক্রীড়া ডেস্ক 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মিরপুর স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ।  সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী। আজ রোববার (২০ জুলাই) প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। 

বিসিবির নির্ধারিত সময় অনুসারে বিকেল ৪টায় স্টেডিয়ামের গেট খোলার কথা ছিল। কিন্তু তার আগে থেকে প্রতিটি গেটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিটি গেটের প্রবেশ পথ বাশেঁর ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি গেটেই পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। আর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম অনুসারণ করে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছে দর্শকরা।