চবি ছাত্রদল নেতা শাফায়াত হোসেনের উদ্যোগে মসজিদে ঘড়ি উপহার

চবি ছাত্রদল নেতা শাফায়াত হোসেনের উদ্যোগে মসজিদে ঘড়ি উপহার

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও চবি ছাত্রদল নেতা মোঃ শাফায়াত হোসেনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল মসজিদে একটি অত্যাধুনিক ডিজিটাল ঘড়ি উপহার দেওয়া হয়েছে।

তিনি জানান, “ দীর্ঘদিন ধরে হল মসজিদের ঘড়ি নষ্ট ছিল।এজন্য হল মসজিদের মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নামাজের সঠিক সময় জেনে মুসল্লিরা উপকৃত হবেন।”

এ সময় হলের প্রভোস্ট ও ইমাম তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এরকম সমাজকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।