গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার আলিয়া ভাটের

বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট তার গাড়িচালক এবং গৃহকর্মীকে উপহার হিসেবে দিয়েছেন ৫০ লাখ রুপি মূল্যের করে দু’টি বাড়ি!
সূত্রের খবর, অভিনেত্রীর গাড়িচালক এবং দীর্ঘদিনের এক গৃহকর্মী—দুজনকেই তিনি উপহার হিসেবে দিয়েছেন ৫০ লাখ রুপির বাড়ি কেনার অর্থ, মুম্বইয়ের অভিজাত এলাকা জুহু এবং খারে। এর আগেও, ২০১৯ সালে এই দুই বিশ্বস্ত সঙ্গী সুনীল ও অমোলকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন আলিয়া।
আলিয়ার এই উদারতার কথা কখনোই প্রকাশ্যে আসেনি। সবসময় পর্দার আড়ালেই থেকে গেছে তার দান-ধ্যান। তবে এবার বিষয়টি সামনে আসতেই চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।
বলিউডের সবচেয়ে দামি নায়িকাদের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পরেই। একজন শিল্পী যখন শুধু পেশাগত দিক থেকেই নয়, মানবিক গুণেও সকলের নজর কাড়েন—তখনই তিনি হয়ে ওঠেন সত্যিকারের তারকা। আর আলিয়া ভাট সেই দৃষ্টান্তই স্থাপন করলেন।