কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বিনা ডেস্ক 

জেলার হোসেনপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাজন মিয়া জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের মো. হবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে রাজন মিয়া গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত রাজন মিয়াকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত রাজন মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।