৪১ ডিগ্রি পেরোলো সর্বোচ্চ তাপমাত্রা

May 9, 2025 - 23:07
 0  3
৪১ ডিগ্রি পেরোলো সর্বোচ্চ তাপমাত্রা

বিনা প্রতিবেদক

রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাসহ প্রায় সব বিভাগেতীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়োছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রাজশাহী, চুয়াডাঙ্গা, ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলেই গরম বাড়ছে। রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৩৭ শতাংশে নেমে এসেছে। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির মতো ছিল।

আবহাওয়া অফিস জানায়, ১১ থেকে ১৩ মে দেশের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow