রামুতে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রামুতে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিনা ডেস্ক 

কক্সবাজারের রামুতে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস এর মুখোমুখী সংঘর্ষে আইনজীবী, তাঁর শিশু সন্তান ও চালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রামুর রশিদ নগর পানির ছড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনায়  গুরুতর আহত ৩ জনকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। 

নিহতরা  হলেন- ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার ইয়াছির আহমেদ (৩৫), তার ৭ মাস বয়সী শিশু সন্তান ইয়াজান ও চালক জসিম উদ্দিন (৩০)। 

আহতরা হলেন-  নিহত ইয়াছির আহমেদের স্ত্রী আলিফ লাইলা (৩০), আইনজীবীর মাতা ও তার বোন সুমাইয়া (২৪)। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কক্সবাজারগামী মারছা বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষর ঘটনা ঘটে, নিহত ৩ জন ও আহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলো।  এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে গিয়ে আগুন ধরে যায়। 

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ৩ জনের মৃত্যু হয়। রামু থানা ও কক্সবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।