ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

May 7, 2025 - 09:39
May 8, 2025 - 04:18
 0  1
ভারতের ৫ যুদ্ধবিমান  ভূপাতিতের দাবি পাকিস্তানের

বিশ্ব ডেস্ক 

ভারতীয় বিমানবাহিনীর কাছে থাকা রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবর রয়টার্সের। বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ দাবি করেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। পাশাপাশি তারা কিছু ভারতীয় সেনা আটক করেছেন। পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।  

ভারত সরকার এর আগে এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। ভারতের হামলায় পাকিস্তানে সবশেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের প্রাণ গেছে।  

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow