ফেসবুকে প্রকাশ ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ প্রামাণ্যচিত্রের টিজার

বিনা ডেস্ক
বাংলাদেশের রাজনীতি ও শাসনব্যবস্থার সমালোচনামূলক চিত্র তুলে ধরতে নির্মিত ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রের টিজার মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রকাশ পেয়েছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে টিজারটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
পোস্টটিতে দাবি করা হয়, গত ১৬ বছরে ‘আওয়ামী লীগ সরকার, উন্নয়নের সরকার’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এমন স্লোগানের মাধ্যমে জনমনে উন্নয়নের প্রোপাগান্ডা চালিয়েছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, কেউ কেউ এতটাই আবেগপ্রবণ হয়েছেন যে বলছেন, ‘প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এমনকি কেয়ামতের আগ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে চাই।
এই প্রচার-নির্ভর শাসনামলের অন্তরালে থাকা বাস্তবতা ও কথিত ‘গণলুট’-এর চিত্র তুলে ধরতেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।
ফেসবুক পোস্টে আরও জানানো হয়, প্রামাণ্যচিত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এবং খুব শীঘ্রই পুরো ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ প্রামাণ্যচিত্রের টিজার রাজনৈতিক বিতর্কের একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ডকুমেন্টারির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশের পর তা দেশীয় রাজনীতিতে নতুন আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।