পল্টনে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

পল্টনে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিনা ডেস্ক 

রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ার নামের বাণিজ্যিক বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে  বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

জানা যায়, শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা যায় , সাব্বির টাওয়ারের ১১ তলার ছাদে একটি গোদামে আগুন লাগে। 

 ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানার উপপরিদর্শক মতিউর রহমান গতকাল রাত সাড়ে নয়টার দিকে গণমাধ্যমকে বলেন, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১ তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লেগেছে ।

এ এস/ বিনা