দুদকের দৃষ্টিতে টিউলিপ অভিযুক্ত

দুদকের দৃষ্টিতে টিউলিপ অভিযুক্ত

বিনা ডেস্ক 

টিউলিপ তিনটি মামলায় অভিযুক্ত জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোমেন বলেছেন, টিউলিপ সিদ্দিক দুদকের কাছে পলাতক আসামি। তার দুর্নীতির বিষয়ে আইনিভাবে এগোচ্ছে দুদক। গতকাল  সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, টিউলিপ সিদ্দিক যতই বলুক তিনি ব্রিটিশ নাগরিক। আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। টিউলিপ যদি নির্দোষ হন তাহলে তার মন্ত্রিত্ব গেলো কেন? তিনি কেন সরে গেলেন এবং তার আইনজীবী আমাদের কাছে কেন চিঠি লিখলেন?
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করেছে দুদক। ১৫ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশ সরাসরি ঢাকার মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডি আবাসিক এলাকা, গুলশান-১ ও ২ এলাকার আবাসিক এই পাঁচটি ঠিকানা এবং গুলশান থানা ও ধানমন্ডি থানার মাধ্যমে পাঠানো হয়।

এর আগে ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। সেসময় পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও তলব করা হয়। তবে দুদকের ডাকে সাড়া দেননি টিউলিপসহ অন্যরা।