কে কে পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

কে কে পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি। তার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ছবিটি একটি ভারতীয় মায়ের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়েছিলেন।

এছাড়া, দক্ষিণী মেগাস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়।

এই অনুষ্ঠানে সেলিব্রিটি ও দর্শকরা এক সঙ্গে আনন্দ উদযাপন করেন এবং জাতীয় চলচ্চিত্রের প্রতিভা ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন।