কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ নারী আটক

বিশ্ব ডেস্ক
কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি সহ ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান নারী রয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানটি পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমাজে নেতিবাচক কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হচ্ছে।
আটক নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, এ অপরাধের দায়ে অভিযুক্ত নারী এবং তাদের স্পনসর উভয়েরই নির্বাসন বাধ্যতামূলক।
মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ড দমন করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কুয়েতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। এ অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।