কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দিনে (১৬ আগস্ট) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গিটারের জাদুকরখ্যাত প্রয়াত এ ব্যান্ড সংগীতশিল্পী। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর, গান আর রুপালি গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। শুধু ব্যান্ডসংগীতেই সীমাবদ্ধ ছিলেন না আইয়ুব বাচ্চু। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। আধুনিক গান, লোকগীতি কিংবা সিনেমায় প্লেব্যাকের গান— সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর।
আইয়ুব বাচ্চু প্রতিষ্ঠা করেছিলেন ‘এলআরবি’ ব্যান্ড দল। ব্যান্ডসংগীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও আইয়ুব বাচ্চু পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ ও দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর এলআরবি ১৯৯২ সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’।১৯৯৩ সালে প্রকাশিত ‘সুখ’ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল অ্যালবাম।