ঋতুপর্ণার গোলে নাটকীয় জয়

ঋতুপর্ণার গোলে নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক 

বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা ভুটানের বিপক্ষে গোল করে পারোকে ২-১ গোলের জয় এনে দেন। দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

ভুটান নারী লিগের অনেক ম্যাচ একপেশে হয়েছে। তবে ট্রান্সপোর্ট, থিম্পু, রয়েল থিম্পু কলেজ ও পারো এই চার দলের মধ্যকার ম্যাচগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়। আজ পারো ও থিম্পুর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমার্ধ শেষে ফল ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে স্বদেশী ফুটবলারের গোলে লিড নেয় পারো। থিম্পুর বাংলাদেশি ফুটবলার শামসুন্নাহার সিনিয়র খেলায় সমতা আনেন।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে তখন ঋতুপর্ণা নাটকীয়ভাবে গোল করে পারোকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন। গত ম্যাচেও ম্যাচ সেরা ছিলেন ঋতুপর্ণা। আগের ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল পারো এফসি। সেখানে ঋতু জোড়া গোল করে ম্যাচ সেরা হন। টানা দুই ম্যাচে সেরা হয়ে ঋতু বেশ উচ্ছ্বসিত, ‘আজকের ম্যাচটি খুব কঠিন ছিল। দলকে জেতাতে পেরে ও নিজে সেরা খেলোয়াড় হয়ে ভালো লাগছে। এটা আমার দ্বিতীয় ম্যাচ সেরা।’

পারো ও থিম্পু দুই দলে বাংলাদেশের সাত জন ফুটবলার খেলছেন। সানজিদা আক্তার ঢাকায় কোচিং কোর্স করতে আসায় তিনি এই ম্যাচে ছিলেন না। থিম্পুতে মারিয়া ও শামসুন্নাহার খেলেছেন। পারোতে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা ও সুমাইয়া খেলেন। ট্রান্সপোর্ট ও থিম্পু দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পারো জিতে লিগ টেবিলে সুবিধাজনক অবস্থানে রয়েছে। দুটি ম্যাচেই পারোর জয়ের নায়ক ঋতুপর্ণা চাকমা।