আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুত হচ্ছে মঞ্চ

May 9, 2025 - 11:42
 0  1
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুত হচ্ছে মঞ্চ

বিনা প্রতিবেদক
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি অদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে তৈরি হচ্ছে মঞ্চ। দলমত নির্বিশেষে বাদ জুমা সবাইকে এই আন্দোলনে অংশ নিতে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাসনাত।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনঃগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। আমাদের আশা ছিল, এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। আমরা শুনেছি, আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক উপদেষ্টারাও অনিচ্ছা রয়েছে।’
 
আওয়ামী লীগকে পুর্নগঠনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না। আর কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
 
হাসনাত বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’
 

এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘নানামত, নানা দল ও ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে জুমার নামাজ শেষে আমরা এই যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর ঘরে ফিরব।’
 
এ সময় বাদ জুমা দলমত নির্বিশেষে সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে নেমে আসার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
 
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দীন পাটোয়ারীসহ শীর্ষ নেতারা। এরইমধ্যে ১১ ঘণ্টা পেরিয়ে গেছে।
 
শুক্রবার সকাল ৯টার দিকে দেখা যায়, এনসিপির কয়েকশ’ নেতাকর্মী বিক্ষোভ করছেন। তারা কিছুক্ষণ পরপর আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
 
এই দাবি আদায়ে জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামি আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করেছে। 
 
সকাল ৮টার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন।

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আল আমিন নামে এক ক্রিকেটারকে জামিন দিয়েছেন আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow