শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল হবে সোমবার

May 10, 2025 - 03:12
 0  1
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল হবে সোমবার

বিনা ডেস্ক

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি, আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর তা জমা দেওয়া হবে।

তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ‘ফরমাল চার্জ’ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে।  

তিনি জানান, এরই মধ্যে চাঁনখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই মামলায় চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow