শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন

শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন

কৃষক শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্দিকী বৃহস্পতিবার ২৬ জুন টাংগাইলের সখিপুর উপজেলা মিলনায়তনে স্ত্রীর শোক সভায় বক্তব্যকালে বলেন,  " বঙ্গবন্ধুকে ভাঙতে পারবে, মুছতে পারবে কিন্তু মানুষের মন থেকে সরাতে পারবে না। স্বাধীনতাকেও কেউ ভাঙতে পারবেনা, মুছতে পারবে না। স্বাধীনতা অমর অক্ষরয়। 

স্বাধীনতা আওয়ামীলীগের না, স্বাধীনতা বিএনপির না, স্বাধীনতা এনসিপির না, স্বাধীনতা ড.ইউনুসের না।

আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে।  আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি আমারও পতন হবে, অন্য কেউ করলে তারও পতন হবে। 

শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন।